দোয়ারাবাজারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসমাবেশে
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল ২টার দিকে উপজেলা সদরে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, আলহাজ এম এ বারী, সামসুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ও এখলাছুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম পাশা রিগেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, শ্রমিকদল নেতা লায়েক মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব ও সদস্য সচিব সাজিদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা দেশের জনগণের মুক্তির সনদ। এই কর্মসূচির মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের এই আন্দোলন ঘরে ঘরে পৌঁছে গেছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির এই ৩১ দফাই মুক্তির পথ দেখাবে।
Reviewed by প্রান্তিক জনপদ
on
10/19/2025 12:33:00 AM
Rating:

No comments: